আরশি ।। সাহরান মোর্শেদ
একটা শুকনো তীর
কিছু উন্মাদ ভাবনা, ছবি, থেমে যাওয়া কল্পনা
ভেবে নিয়েছি এখন বর্ষাকাল
অনেকটা আক্ষেপ
আমরা আমাদের প্রিয়জন
প্রতিফলিত চোখ দুটো রাখি অন্ধ শিশুটির হাতে
চোখভর্তি রাত দেখি শুয়ে থেকে মাটির গুহায়
বৃষ্টিভেজা মুখ। চিনতে পারো আমায়?
অপেক্ষায় অপেক্ষায় তীর ভেদ করে যায় বুক
পথভ্রষ্ট উৎসব
আমাকে শেষ কবে তোমার কবিতায় আরশি থেকে নিম্নতম দূরত্বে দেখেছিলে?
কিছু উন্মাদ ভাবনা, ছবি, থেমে যাওয়া কল্পনা
ভেবে নিয়েছি এখন বর্ষাকাল
অনেকটা আক্ষেপ
আমরা আমাদের প্রিয়জন
প্রতিফলিত চোখ দুটো রাখি অন্ধ শিশুটির হাতে
চোখভর্তি রাত দেখি শুয়ে থেকে মাটির গুহায়
বৃষ্টিভেজা মুখ। চিনতে পারো আমায়?
অপেক্ষায় অপেক্ষায় তীর ভেদ করে যায় বুক
পথভ্রষ্ট উৎসব
আমাকে শেষ কবে তোমার কবিতায় আরশি থেকে নিম্নতম দূরত্বে দেখেছিলে?
Comments
Post a Comment