স্বপ্নঘর ।। সাহরান মোর্শেদ
স্বপ্নিল একজোড়া চোখ কিনতে গিয়ে-
সেদিন পথে কুড়িয়ে পেয়েছিলাম একজোড়া লাল গোলাপ।
ঘোলাটে বিকেল,
আমাকে ছেড়েই বেড়ে উঠছে আমার বাগান
বাগানে স্বপ্নঘর
রূপকথা ঝুলে থাকে
এবং সূর্যের আলোয় পথ শুরু হয়।
দূরত্ব বাড়ুক
উৎসাহ বাড়ুক
দূরত্ব না থাকলে নির্বাসিত আলো দেখতে পাওয়া যায় না।
ধ্বংস আর সাদা ক্রুশের স্লোগান। বেশ তো!
প্রিয় স্বপ্নঘর,
আমি এক বিভ্রান্ত পথিক। প্রেমিকার ঠোঁট ছুঁয়ে যাওয়া বোকা প্রেমিক।
Comments
Post a Comment