তুমি তো চলেই যেতে ।। সাহরান মোর্শেদ


তুমি তো চলেই যেতে-
এভাবেই, নিঃশব্দে
কেউ জানলো না
জানলো কেবল নিশাচর বিষাদপূর্ণ নিঃশ্বাস আমার।

ধরো-
আজ আমার ভীষণ জ্বর
আমায় তুমি দেখতে এলে
রেখে গেলে নির্বোধ স্পর্শ।
এমন হতে পারতো!

মদ খেলে তোমার উপস্থিতি টের পাই
মুমুর্ষ লাগে
রাজপথে পড়ে থাকি
ঠিক যেন খুচরো কাঁচের টুকরো!

পরাজয়ের বোবা কান্না
শুনতে পেলো বিচ্ছেদ
কিংবা তোমার শেষ চিঠি ছেড়ে
হাতে নিয়ে আছি সিগারেট!

তোমার প্রতিশ্রুতি ছিলো-
অহেতুক, বিষাক্ত
ছিহ্!
সংকুচিত লাগে চারপাশ

এমন দিনকাল ফেরত নাও
ঠিক যেন গ্লাসভর্তি অন্ধকার,
ক্লান্ত বৃষ্টি।
চোখের ভেতর মৃত নদী,
ভেসে যাচ্ছি কিছুকাল

নতুন করে ভোর হওয়া চোখ মেলি
আবার টের পাই পিছুটান।

তুমি তো চলেই যেতে...

Comments

Popular posts from this blog

সুইসাইড নোট ।। সাহরান মোর্শেদ