ফিরো এসো মন ।। সাহরান মোর্শেদ
তবু এই শ্রাবণেও- তুমি বাঁচিয়েছো একটি তরল আত্মা। তুমি ভুলে আশা দিয়ে ফ্যালো কিন্তু আসলে কোনো সূর্যোদয় নেই। যতটা এসেছিলে- ততটা যাওয়া সহজ। তারাদের মিটিমিটি মিছিলে, আমার হারানোর আবেদন। ঠিক যেন শক্ত কোনো এক পাথরের বুক- বেঁচে ছিলো কয়েকশ বছর। কেবল বেঁচেই ছিলো! বেড়েছে কেবল বিষাদের পদ্য! হাহাকার বাড়লে আমি কি আবার তোমার পথে নির্বাক তাকিয়ে থাকবো?