Posts

'কোথায় পাবো তারে' প্রসঙ্গে...

 "ভূতের গলির লোকেরা পুনরায় এক জটিলতার ভেতরে পড়ে এবং..." হয়তো একটি সন্ধ্যা। ভেরি মাচ অ্যাবসার্ড। তারপর একটি গল্প। হয়তো একটিমাত্রই শহীদুল জহির। হয়তো সেই গল্পের নাম 'কোথায় পাব তারে'। আবার সেই ভূতের গলি। শুধু আবার নয়। আবার আবার। এই শহরের নানাবিধ ক্যায়োসের ভীড়ে— ভালো লাগে কেবল শহীদুল জহিরের মহল্লার ক্যায়োস। বিফোর ডিসকভারিং শহীদুল জহির— আর আফটার রিডিং শহীদুল জহির— এ যেন দুটো ভিন্ন জগৎ। দুটো ভিন্ন আমি, তুমি, আমরা। এই মহল্লার লুপের স্বাদ বড় ভিন্ন।  "... ফলে মহল্লার লোকদের রাতের ঘুম বিঘ্নিত হয়, সারা দিনের কর্মক্লান্ত দেহ নিয়ে তারা বিছানায় জেগে থাকে, জীবনের ব্যর্থতা এবং অপচয় বোধ তাদেরকে গ্রাস করতে উদ্যত হয় এবং তারা কেমন বিষণ্ন হয়ে পড়ে; তারা মনে করে যে বেকার থাকাই তো ভালো আবদুল করিমের মতো..." একজন আবদুল করিম'কে আমরা আর ভুলতে পারি না। আমরা ভাবতে থাকি। আমরা ভাবি আবদুল করিমের জুতার ফিতার জট বুঝি কোনোদিন আর খুলবে না। বা হয়তো খুলবে। তখন আমরা আনন্দ পাবো। এই বুঝি শেপালি'কে দেখতে পাবো আমরা।  যেদিকে হাঁটলে পায়ের তলায় আরাম লাগে, আমরা সেইদিকে হাঁটতে চাই, মনে মনে। বা আমরা ...

লিপিবদ্ধ স্রোতের মত দিনগুলো সব— ফাঁকা মানুষের মত— অস্থিসার।

Image
 

তারকোভস্কির কুয়াশার মতো...

Image
 

Ancient

Image
 

Don't Talk When You Are In Front Of Almond Blossom

She keeps the windows of her body open The wind comes, the wind goes Her longing eyes— her secret spring.. Sweet orchard days O flowering almond— I can see your ardours to bloom And when fresh air touches your naked branches It reminds me of those dreams I hate waking up from

আলোকচিত্র ।। সাহরান মোর্শেদ

Image

কবিতার পোষাক ।। সাহরান মোর্শেদ

কবিতার পোষাক ❑ তাহলে আলোচনা চলুক প্রেম কিংবা প্রেমহীনতা আমাদের এই একটাই যোগ্যতা— অননুমানযোগ্যতা আলোতে ভিজিয়ে এনে কাগজগুলো শব্দের জল দিয়ে আলোকিত করতে আমরাও কিছুটা গোছগাছ করতে জানি।