শেষ বার্তা ।। সাহরান মোর্শেদ
আগুনের পথ আমার স্পর্শ করা আগুন রাজপথের ক্লান্ত পিচঢালা পথ পৃথিবী ছুঁয়ে দ্যাখা যাক! অন্ধ চোখে ভোর হয় রৌদ্র নামে শ্যাওলা ধরা স্মৃতির ইতিহাসের বুকে সিগারেট নিভে গেলে— যেন তারা খসে পড়ে পরিচিত সাদাকালো শহরে আমার। মানুষের চোখে মোম গলে বিষাদের বর্ণমালা উচ্চারিত হবে কি? কে পড়বে শেষ বার্তা, পৃথিবীর?