Posts

Showing posts from July, 2018

শেষ বার্তা ।। সাহরান মোর্শেদ

আগুনের পথ আমার স্পর্শ করা আগুন রাজপথের ক্লান্ত পিচঢালা পথ পৃথিবী ছুঁয়ে দ্যাখা যাক! অন্ধ চোখে ভোর হয় রৌদ্র নামে শ্যাওলা ধরা স্মৃতির ইতিহাসের বুকে সিগারেট নিভে গেলে— যেন তারা খসে পড়ে পরিচিত সাদাকালো শহরে আমার। মানুষের চোখে মোম গলে বিষাদের বর্ণমালা উচ্চারিত হবে কি? কে পড়বে শেষ বার্তা, পৃথিবীর?

চোখ ।। সাহরান মোর্শেদ

অস্পষ্ট অক্ষর হয়ে আসো জোড়া চোখে অভিমানী চোখে যে চোখ স্বপ্ন দ্যাখে না বহুদিন যে চোখে কোনো কথা নেই এই চোখেই কি তবে জন্মে গ্যাছে মৃত্যুবোধ? আঁধারের অন্তর্বাস খুলে— একটা ক্ষত মরুভূমি যেমন ধূসর চেয়ে থাকে পাখিদের চিৎকারের মত তেমন চোখ জোড়া খু্ঁজি ঠিক যেন বৈধ আত্মহত্যা! আমার ভীষণ দুঃখ হয়, জানো? কত শত ভোর চলে গ্যালো তোমায় দেখতে পেলাম না কোথাও!